



৩৫৭ /৮ -এ ইনিংস শেষ করল ভারত
CWC 2023 India, SL vs Ind Match, India vs Srilanka, Ind vs SL, Icc cricket world cup 2023 india, india score, Wankhede, Mumbai, CWC 2023 : সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ভারতের ইনিংস শেষ হল ৩৫৭ রানে। ৮ উইকেট খোয়াতে হয়েছে তার বিনিময়ে। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শুভমন, কোহলির মতনই সেঞ্চুরির দোর গোড়া থেকে ফিরলেন শ্রেয়স আইয়ার। ঘরের মাঠে সেঞ্চুরির হাত ছাড়া হল তাঁরও। তবে তাঁর ব্যাটের লড়াই দেখল গ্যালারির দর্শকরা ও পর্দার ওপারে বসে থাকা দর্শকরা। ৮২ রানে ফিরলেন আইয়ার। অন্য দিকে রানে ফিরে খুশি শুভমন। তবে সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ থাকবে ভারতীয় ওপেনারের। রাহুল বড় বেশি আশা যোগাতে পারেননি এদিন। সূর্যকুমার যাদবের ওপর নির্ভর করেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটারই। কিন্তু ১২ রানে আউট হন সূর্যকুমার। রবীন্দ্র জাডেজা ৩৫ রান করেন। ইনিংসের শেষ বলে রান আউট হন জাদেজা। ২৪ বলে ৩৫ রানে দলকে উজ্জীবিত করে। উল্লেখ্য যে, দলের রান সাড়ে তিনশ পার করল ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু এদিনের মাঠে শ্রীলঙ্কান বোলার মধুশঙ্কা ভারতীয় ব্যাটারদের একের পর এক প্যাভিলিয়নে পাঠালেন। তিনি ৫ উইকেট পেয়েছেন। কুশল মেন্ডিসের দল ৩৫৮ রানের লক্ষ্যে নামবে ওয়াংখেড়ের মাঠে ব্যাট করতে।
-ফাইল চিত্র
