



ওয়াংখেড়েতে টস জিতল শ্রীলঙ্কা, ব্যাট করবে ভারত
Icc Men’s World Cup 2023 India, INDIA vs Sri Lanka, ODI World Cup 2023, Wankhede : সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২ বছর পরে ভারত। ২০১১-এর পর আবার এই মাঠে বিশ্বকাপের আসরে রোহিতরা। স্মৃতিবিজড়িত এই ওয়াংখেড়ের মাঠেই আজ শ্রীলঙ্কার সঙ্গে চলতি বিশ্বকাপের ৩৩ ম্যাচ। টসে জিতে ফিল্ডিং নিল শ্রীলঙ্কান ক্যাপ্টেন। রোহিত-কোহলিদের সামনে বড় লক্ষ্য। ব্যাটিং নির্ভর পিচ। ব্যাটাররা বেশি সুবিধা পেতে পারেন বলেই পিচ রিপোর্ট।
-ফাইল চিত্র
