Sasraya News

Tuesday, March 18, 2025

Icc World Cup 2023, AfG vs SL : আফগানিস্তান আরও এককদম এগিয়ে গেল

Listen

আফগানিস্তান আরও এককদম এগিয়ে গেল

সাশ্রয় নিউজ ★ পুণে : সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান। হাসমাতুল্লাহ শাহিদী ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত পার্টনারশিপ পুণে ম্যাচে আফগানিস্তানের জয় নিশ্চিত করে দিল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখে আফগানিস্তানের সামনে। প্রথমে ম্যাচের রাশ শ্রীলঙ্কার হাতে থাকলেও পরে তা চলে যায় আফগানদের হাতে। তিন উইকেট হারিয়ে আফগানিস্তান তাঁদের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের ভেতর দিয়ে তাঁরা আরও এক কদম এগিয়ে গেল।

ছবি ঋণ : আইসিসি

 

রশিদদের ২০২৪ সালের বিশ্বকাপ অভিযান শুরু হয় বাংলাদেশের বিরুদ্ধে হার দিয়ে। ম্যাচটি ছিল লো স্কোরিং ম্যাচ। বাংলাদেশ ওই ম্যাচে জেতে। তারপরই ভারতের পূর্বতন ক্রিকেটার অজয় জাদেজা মেন্টর হিসেবে আফগানিস্তানের এই বিশ্বকাপ দলের দায়িত্ব নেন। তাঁরা পরবর্তী ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে তাঁরা জিতে নতুন করে জেগে ওঠেন।  হাসমাতুল্লাহ শাহিদীর দল এর পরবর্তী ম্যাচটিতে পাকিস্তানকে হারায়। সোমবার পুণে ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে মোট ৬ পয়েন্ট অর্জন করে। উল্লেখ্য যে, এটি আফগানিস্তানের তৃতীয় বিশ্বকাপ। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দলটি বিশ্বকাপে প্রথম জয় আস্বাদ পেয়েছিল।

ছবি ঋণ : এএফপি

 

সোমবার পুণে ম্যাচে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ৩৯, রহমত শাহ ৬২ রান করেন। এছাড়াও ক্যাপটেন হাসমাতুল্লাহ শাহিদীর অপরাজিত ৫৮ ও আজমাতুল্লাহ ওমরজাই অপরাজিত ৭৩ রান  আফগানিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। গুরবাজ ফেরেন শূন্য রানে। এদিন রশিদ খান তাঁর শততম আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেললেন। একটি উইকেটও পান এই ম্যাচে

আজকের পুণে ম্যাচে জয় আফগান টিমটিকে শেষ চারের দৌড়ে আরও গতি দেবে বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের পূর্বতন ক্রিকেট হিরো অজয় জাদেজা যেদিন থেকে দলটির মেন্টর হয়েছেন, তারপর থেকেই আফগান ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তন শুরু হয়েছে। দলটির কোচ জোনাথন ট্রট-এর সঙ্গে অজয় জাদেজার ক্রিকেটীয় বুদ্ধির তীক্ষ্ণতার যোগ ফলে বিশ্বকাপে আফগানিস্তানের এই উন্নতি বলে মত ক্রিকেট বিশেষজ্ঞ মহলের।

প্রসঙ্গত উল্লেখ্য, হাসমাতুল্লাহ শাহিদী-এর নেতৃত্বাধীন এই দলটি লিগ পর্যায়ে এখনও তিনটি ম্যাচ খেলবে। আগামী ৩ নভেম্বর লখনউয়ে এডওয়ার্ডসদের নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ। তারপর তাঁরা  যথাক্রমে ৭ নভেম্বর মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। লিগ পর্যায়ের শেষ ম্যাচ ১০ নভেম্বর আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকি তিনটি দলই চতুর্থ নম্বর টেবিলে যাওয়ার জন্য লড়াই করবে। তবে আফগানিস্তান যদি এই ম্যাচগুলিকে প্রতিদ্বন্দ্বী দলগুলিকে হারাতে পারে পয়েন্ট তালিকায় বিশেষ স্থানে পৌঁছে যাবে। অন্যদিকে প্রশ্ন থাকছেই, গ্রুপ লিগের শেষ ম্যাচেই কী কিস্তিমাত করবে ভারত?

ছবি : আইসিসি ও এএফপি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment