



পুণেতে সেমিফাইনালের লক্ষ্যে দৌড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান
সাশ্রয় নিউজ ★পুণে : পুণেতে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্যে দৌড়বে এই দু’টি দল। আফগানিস্তান পয়েন্ট তালিকায় ৪ নম্বর স্থানে। শ্রীলঙ্কাও ৪ নম্বরে। দু’টি দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে। জিতেছে ২টি ম্যাচ। হার ৩টিতে। এদিন টসে জিতে ফিল্ডিং নিল আফগানিস্তানের অধিনায়ক। উল্লেখ্য, এটি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ৬ নম্বর ম্যাচ। এই বিশ্বকাপের ৩০ তম ম্যাচ।
