Sasraya News

Tuesday, March 18, 2025

India vs England Match, Icc World Cup 2023 : ভারতের ইনিংস শেষ হল ২২৯/৯-এ

Listen

ভারতের ইনিংস শেষ হল ২২৯/৯-এ

সাশ্রয় নিউজ ★ লখনউ : লখনউয়ে ভারতের ইনিংস শেষ হল ২২৯ রানে। ভারতের ইনিংসের শেষ বলে রান হন যশপ্রীত বুমরা। লখনউয়ে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ভারত ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ওয়াকসের বলে ৯ রানে বোল্ড হন ভারতের তারকা ব্যাটার শুভমন গিল। কোহলি শূন্য রানে ক্যাচ আউট হয়ে ফেরেন। শ্রেয়সও ফেরেন মাত্র ৪ রানে। এদিন রোহিত শর্মা ৮৭ রান করে দলকে একটি জায়গায় পৌঁছনোর চেষ্টা করলেও লিভিংস্টোনের বলে ক্যাচ আউট হন তিনি। সূর্যকুমার যাদব ও কে এল রাহুল রানের সমতা ফেরানোর চেষ্টা ব্যর্থ হয়। রাহুল ব্রিস্টর হাতে উইলির বলে ক্যাচ দেন মাত্র ৩৯ রানে। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না সূর্য কুমার। ৪৯ রানে রাশিদের বলে ক্যাচ আউট হলেন। রবীন্দ্র জাদেজাকেও এলবিডব্লু করেন রাশিদ। মহম্মদ সামী ফেরেন বাটলারের হাতে উডের বলে ক্যাচ দিয়ে।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment