Sasraya News

Tuesday, March 18, 2025

World Cup 2023 India : অস্ট্রেলিয়ার বোলারদের সামনে টিকলই না নেদারল্যান্ডস ক্রিকেটাররা

Listen

অস্ট্রেলিয়ার বোলারদের সামনে টিকলই না নেদারল্যান্ডস ক্রিকেটাররা

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : বুধবার এই বিশ্বকাপে অন্যতম লজ্জাজনক হার নেদারল্যান্ডসের। অস্ট্রেলিয়ার বোলারদের কাছে টিকলই না নেদারল্যান্ডস ক্রিকেটাররা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র ৯০ রানে তাঁরা অল আউট হয়ে গেল। অ্যাডাম জাম্পা, মার্শদের বোলিংয়ের সামনে টিকতেই পারল না নেদারল্যান্ডস। চার উইকেট পেয়েছেন জাম্পা। মার্শ পান দুই উইকেট। একটি করে উইকেট পান হ্যাজেলউড, কামিনস ও স্ট্যাক। অজিরা প্রথমে ব্যাট করে ৩৯৯ রান করেন। সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার। গ্রেন ম্যাক্সওয়েল এই বিশ্বকাপে রেকর্ড করলেন। দ্রুততম সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। মাত্র ৪৪ বলে ১০৬ রান করে রেকর্ড করলেন অজি তারকা। ডেভিড ওয়ার্নার খেললেন ৯৩ বলে ১০৪ রানের ইনিংস। তার ভেতর ১১টি চার ও ৩ টি ছয়। মার্শ আউট হন ৯ রানে।  এছাড়াও এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন স্মিথ। তাঁর ব্যাট থেকে আসে ৭১ রান। নেদারল্যান্ডসের এ দত্ত এক উইকেট পান। ভ্যান বেক পেয়েছেন ৪ উইকেট। এখানেও সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড করেন নেদারল্যান্ডসের বোলার ডি লিড। ১০ ওভার বল করে দু’টি উইকেট পেলেও তাঁর নামের সঙ্গে এই বিশ্বকাপে সর্বোচ্চ ১১৫ রান দেওয়ার রেকর্ডের তকমাও লেগে রইল। ৪০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওড উডরা অল আউট হন ৯০ রানে। তখন খেলা হয়েছে ২১ ওভার ১ বল। নেদারল্যান্ডসের ওপেনার ভি সিং সর্বোচ্চ ২৫ রান করেন। 

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment