Sasraya News

Tuesday, March 18, 2025

Israel-Hamas Conflict : হামাস ও হিজবুল্লার আক্রমণ ইজরায়েলে 

Listen

হামাস ও হিজবুল্লার আক্রমণ ইজরায়েলে 

সাশ্রয় নিউজ ★ তেল আভিভ : যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর,  ইজরায়েলে জোড়া হামলা চালাচ্ছে প্যালেস্টাইনের জঙ্গী সংগঠন হামাস ও হিজবুল্লা। দুই দিক থেকে হামলা অব্যাহত বলে জানা যায়। গাজায় টানা হামলায় ধ্বংস হামাসের সদর দফতর। অন্যদিকে মঙ্গলবার আতঙ্ক ছড়ায়, ইজরায়েলের জনবহুল শহর তেল আভিভে। ইজরায়েল ও লেবানন সীমান্তে ইজরায়েলের ট্যাঙ্ক লক্ষ্য করে হিজবুল্লা হামলা করে বলে উল্লেখ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে, ইজরায়েল দাবি করেছে শুধু হামাসের সদর দফতরই না তাঁদের অসংখ্য গোপন ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই পাল্টা হামলা হামাসের। একদিকে হামাস, অন্যদিকে হিজবুল্লার হামলা। দুই পক্ষকে কীভাবে মোকাবিলা করবে ইজরায়েল সেনা! তবে যুদ্ধ অব্যাহত বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment