



৭ উইকেটে জয়ী ভারত, জয়ের হ্যাট্রিক ভারতের
সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত আজকে পাকিস্তানকে হারাল সাত উইকেটে। ভারতের জয়ের ভিত্তি গড়ে দিয়ে ছিলেন বোলাররা।
প্রথমেই টস হারে পাকিস্তান। অধিনায়ক রোহিত শর্মা বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নামে পাকিস্তানের ওপেনাররা। ওপেনিং জুটিতে ভাঙন ধরান মহম্মদ সিরাজ। এরপর জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা ও কূলদীপ যাদব-এর বোলিংয়ে কাছে পাকিস্তানের ব্যাটাররা কোণঠাসা হয়ে পড়ে। ১৯১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা ২ টি করে উইকেট পান।
১৯২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত ব্যাট করতে নামলে আরও ক’য়েকগুণ বৃদ্ধি পায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস। শুভমন গিল মাত্র ১৬ রানে ফেরেন। অসুস্থতা থেকে ফিরে তাঁর দলে অংশগ্রহণ ভারতের বিশ্বকাপ একাদশের কাছে অনেক বড় উপস্থিতি। তবে শুরুটা ভালো করেন শুভমন। বিরাট কোহলি ও রোহিত শর্মা দলের জন্য একটা ভালো পার্টনারশিপ গড়েন। ১৬ রানে ক্যাচ আউট হন কোহলি। অধিনায়ক রোহিত শর্মা এদিনও ৮৬ রান করেন। মাত্র ১৪ রানের জন্য হাতছাড়া হয় তাঁর সেঞ্চুরি। ভারতের এইদিনে জয়ের অন্যতম কাণ্ডারী হিসেবে নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও নজির রাখলেন রোহিত। রোহিতও ক্যাচ আউট হন। কিন্তু তাঁর ছয়টি ওভার বাউন্ডারি ও ছয়টি বাউন্ডারি দর্শকদের ক্রিকেটীয় আনন্দ দিল।
অন্যদিকে পাকিস্তানের মনোবল ভেঙে দিতে যথেষ্ঠ ছিল রোহিত সহ ভারতীয় ব্যাটারদের স্বতঃস্ফূর্ত বডি লঙ্গুয়েজ। এবং মাঠে পারফরম্যান্স। পরবর্তীতে ম্যাচের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল। অপরাজিত ৫৩ করেন শ্রেয়স, কে এল রাহুল অপরাজিত ১৯ রান করেন। ৩০.৩ ওভারে ভারত পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। এই নিয়ে ভারত ও পাকিস্তান অষ্টমবার বিশ্বকাপে মুখোমুখি হল। আটবার জিতল ভারত। এই ম্যাচের সঙ্গেই এ বিশ্বকাপে ভারত পরপর তিনিটি ম্যাচ জিতে হ্যাট্রিক করল।
