



বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাল ভারত, ৮ উইকেটে জয় ভারতের
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : বড় ব্যবধানে জয় ভারতের। আজ আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জয়ী ভারত। আফগানিস্তানের ২৭২ রানের জবাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ৩৫ ওভারে ২৭৩ রান তুলে নেয়। এর ভেতর অধিনায়ক রোহিত শর্মার অনবদ্য ১৩১ রান ভারতীয় শিবিরকে উজ্জীবিত করে। আজকের ম্যাচে ঈশান কিষাণ ও রোহিত শর্মা-এর দর্শনীর পার্টনারশিপ ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়।
ঈষান ব্যক্তিগত ৪৭ রানে রাশিদ খানের বলে জাদরানের হাতে ক্যাচ দেন। রোহিতের উইকেটটিও তুলে নেন রাশিদ। এরপর বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার জুটি ক্রিজে দাঁড়িয়ে খেললেন।
এদিন নিজের মাঠে বিরাট ম্যাচ ফিনিশারের কাজটি করে দেশকে আরও একটি জয় এনে দিলেন। পুরো ম্যাচ জুড়ে চনমনে ছিলেনে কোহলি। স্বতঃস্ফূর্ত ও হাসি মুখে দলের অন্য সদস্যদের মনোবল বৃদ্ধি করে করে চললেন পুরো ম্যাচ জুড়ে। আজ ব্যাট হাতে বিরাট অপরাজিত ৫৫ রান করলেন। খেললেন ৫৬ বল। তার ভেতর আছে ৬ টি বাউন্ডারি। তাঁকে সঙ্গ দিলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সও অপরাজিত ২৩ রান করেন। খেলেছেন ২৫ বল। শ্রেয়সের ২৩ রানের ভেতর ১টি ওভার বাউন্ডারি ও ১ দৃষ্টিনন্দন বাউন্ডারি রয়েছে।
এদিন জাসপ্রীত বুমরা ৪ উইকেট নিয়ে খেলার শুরুতে আফগান ক্রিকেটারদের রানের গতি শ্লথ করে দেন। হার্দিক পাণ্ডিয়া ৭ ওভার বল করে দু’টি উইকেট তুলে নেন। এছাড়াও একটি করে উইকেট পান শার্দূল ঠাকুর ও কূলদীপ যাদব। আফগানিস্তানের সর্বোচ্চ রান ৮৮ করেন শাহিদী। কূলদীপ তাঁকে এল বি ডব্লুভিইউ করে প্যাভিলিয়নে পাঠান। এছাড়াও ওমরজানি বুধবারের ম্যাচে আফগানিস্তান দলের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করলেন।
ম্যাচের শুরু থেকেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ছিল কানায় কানায় উচ্ছ্বল। দর্শকদের উচ্ছ্বত চিল দেখার মতন। ভারতের জয় এদিন ভারতীয় সাপোর্টারদের বাড়তি এনার্জি দিল। বললে ভুল হবে না যে, ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, কূলদীপ যাদব, শার্দূল ঠাকুরদের ব্যাট-বলের লড়াই ভারতীয় ক্রিকেটে এই বিশ্বকাপের বাড়তি শক্তি যোগ করল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানে জয়ের পরে আজকে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে এই বড় জয় নিশ্চিতভাবে কোহলি, রোহিত সহ ভারতের সম্পূর্ণ বিশ্বকাপ দলের কাছে পরবর্তী ম্যাচের জন্য বাড়তি আত্মবিশ্বাস সংযুক্ত করল।
