Sasraya News

Tuesday, March 18, 2025

Icc Mens ODI World Cup 2023 : নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারাল নিউজিল্যান্ড

Listen

নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারাল নিউজিল্যান্ড

সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : দীর্ঘ ১২ বছর পরে বিশ্বকাপের আসরে নেদারল্যান্ডস। কিন্তু বিশ্বকাপ ডাচরা শুরু করে হার দিয়ে। সোমবার তাঁদের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ ছিল কিউয়িদের বিরুদ্ধে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ২২৩ রানে অল আউট হয়ে যায় ডাচরা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২২ রান করে কিউয়িরা। তাঁরা ইংল্যান্ডকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯ উইকেটে হারিয়েছিল। এদিন কিউয়িরা তিন ওভার তিন বল বাকি থাকতেই অল আউট করে দেয়। তাঁরা ৯৯ রানে ম্যাচটি জেতে। ১২ রানের মথায় প্রথম উইকেট পড়ে যায় ডাচদের। ১৬ রানে ফেরেন ম্যাক্স ও’ডাউড। ১৮ রানে ফেরেন বাস ডিলিড। নেদারল্যান্ডসের সর্বোচ্চ রান করেন সি আর্কম্যান। তিনি ৭৩ বল খেলে ৬৯ রান করেন। এডওয়ার্ড করেন ৩০ রান। এদিনের ম্যাচের নায়ক সার্টনার। ৫ উইকেট পেয়েছেন এই কিউয়ি বোলার। পাশাপাশি সার্টনার ব্যাট হাতে দলের স্কোর বোর্ডে ১৭ বলে ৩০ রান যোগ করেন। এছাড়াও হেনরি পান ৩ উইকেট। আর রবীন্দ্র পান ১টি উইকেট।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment