



ভারতীয় নাগরিকদের ইজরায়েল থেকে ফেরানোর ব্যাপারে কী বললেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী?
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : ইজরায়েল ও প্যালেস্তাইনের ভেতর সামরিক সংঘর্ষের জন্য ফের উদ্বিগ্ন দিল্লি। যে সমস্ত ভারতীয় নাগরিকরা শিক্ষা ও কর্মক্ষেত্র ইজরায়েলে তাঁদের পরিবার পরিজনরা উদ্বিগ্ন হয়ে আছেন বলে সূত্রের খবর। যদিও দেশের বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি রবিবার জনান, ইজরায়েলের এই পরিস্থিতিতে আটকে থাকা ভারতীয়দের কীভাবে দেশে ফেরানো যায়, ও সমগ্র বিষয়ে নজর রাখছে প্রধানমন্ত্রীর দফতর। বিদেশ প্রতিমন্ত্রী জানান, “ভারত সরকার ভারতীয় ছাত্রদের ফেরানোর জন্য পরিকল্পনা শুরু করেছে। প্রধানমন্ত্রীর দফতর সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা করবে।” অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে। প্যালেস্টাইনের হামাস বাহিনী ঘরের ভেতরে গিয়ে সাধারণ নাগরিকদের ওপর হত্যালীলা চলাচ্ছে। গাজার সাধারণ নাগরিকদের গাজা ছেড়ে চলে যাওয়ার জন্য আবেদন করা হয় বলে সংবাদ সূত্রে উল্লেখ। দেশটিতে মৃতের সংখ্যা ১৪০০ অতিক্রম করেছে বলে সূত্রের খবর। ইজরায়েলকে সাহায্যের হাত বাড়ানোর কথা জানায় আমেরিকা যুক্তরাষ্ট্র। তাঁরা দেশটিকে রণতরী ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে বলে উল্লেখ। ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গীগোষীর ভেতর যুদ্ধের জন্য সোমবার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি পায়।
-ফাইল চিত্র
