



নোবেল শান্তি পুরস্কার ২০২৩ পাচ্ছেন কারারুদ্ধ নার্গেস মহম্মদী
সাশ্রয় নিউজ ★ অসলো : নোবেল শান্তি পুরস্কার ২০২৩ প্রাপকের নাম ঘোষণা করল নরওইয়ান নোবেল কমিটি। এবছর নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়েছেন নার্গেস মহম্মদী।

ইরানের মহিলাদের স্বাধীন চিন্তা ও মানবাধিকারের জন্য লড়াই করেছেন নার্গেস। ইরান পুলিশের অত্যাচারে মাহশা আমিনীর মৃত্যুর পরে উত্তাল হয়ে ওঠে ইরান সহ বিশ্বের বিভিন্ন স্তরের মহিলারা। মাহশা আমিনীর মৃত্যুর প্রতিবাদ জানাতে নিজেরাই নিজেদের প্ল্যাটফর্মকে বেছে নেন শিল্প-সংস্কৃতি জগতের মানুষজন। ইরানের মহিলারা পথে নেমে বিক্ষোভে সামিল হন দেশটির সরকারের বিরুদ্ধে। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন মানবাধিকার কর্মী নার্গেস মহম্মদী। বর্তমানে ইরান সরকারের দ্বারা কারাবন্দী। কিন্তু তাঁর নারী ও মানবতার পক্ষে সোচ্চার কণ্ঠস্বর বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। নরওইয়ান নোবেল কমিটি জানায়, ”তাঁর সাহসী সংগ্রামের জন্য, ২০২৩ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মহম্মদীকে ব্যক্তিগত জীববে প্রচুর মাসুল দিতে হয়েছে। ইরানের সরকার তাঁকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাঁকে মোট ৩১ বছরের জেল এবং ১৫৪টি বেত্রাঘাতের শাস্তি দিয়েছে। মহম্মদী এখনও কারাগারেই আছেন।” তাঁর নোবেল প্রাপ্তিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে যথার্থ আখ্যা দিয়েছেন একটি বড় স্তরের নেটাগরিকরা। তাঁদের কথায়, প্রতিবাদ ও প্রতিরোধের আরেক নাম নার্গেস মহম্মদী। তাঁদের আরও মত, কারারুদ্ধ করা যায়, কণ্ঠরোধ করা যায় যায় না।
