Sasraya News

Tuesday, March 18, 2025

International News : দাবানলের পরে এবার বন্যা পরিস্থিতি অস্ট্রেলিয়ার একাংশে

Listen

দাবানলের পরে এবার বন্যা পরিস্থিতি অস্ট্রেলিয়ার একাংশে

সাশ্রয় নিউজ ★ ক্যানবেরা : ক’দিন আগেই দাবানলে পুড়তে থাকে হেক্টর হেক্টর জমি। আগুন নেভাতে ওষ্ঠাগত দমকলকর্মীরা। তারপরই অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দেখা দেয় বন্যা পরিস্থিতি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পূর্বাঞ্চলের ভিক্টোরিয়া রাজ্যর ম্যাক অ্যালিস্টার নদীর জলস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। প্রবল বৃষ্টিতে এমন পরিস্থিতি। রাজ্যটির জরুরি পরিষেবার ডেপুটি প্রধান ডেভিড বেকারের কথায়, ‘আমাদের হিসাবে বন্যায় ১৩০টি বাড়ি হুমকির মুখে রয়েছে। এই জন্য আমরা জরুরি সতর্কতা জারি করেছি।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment