



শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত, জয়ের নায়ক সেই কুলদীপ
সাশ্রয় নিউজ ★ কলম্বো : পরপর তিনদিন ম্যাচ। ভারতীয় ক্রিকেটার দেখে দেখে তবুও বোঝার উপায় নেই ক্লান্তি কাকে বলে। তবে ভারতের কাছে আজকের ম্যাচটা সত্যিই অনবদ্য হয়ে থাকবে। তবে একথাও সত্যি যে, শ্রীলঙ্কা দলটিও কাঁচাভাবে মাঠে নামেনি। মাত্র কুড়ি বছর বয়সী দুনিথ ওয়েলালাগে ভারতের কপালের ঘাম পায়ে ফেলতে বাধ্য করল। কেউ ভাবতেই পারেনি তাঁর বোলিং সম্পর্কে। শুধু কী বোলিং! ওই বামহাতি লেগ স্পিনার রোহিত ও শুভমনের উইকেট তুলে নিয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত পাঠান। মোট পাঁচটি উইকেট পেয়েছেন দুনিথ ওয়েলালাগে। তাঁর বোলিংয়ের কাছেই ৪৯.১ ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২১৩ রানে।
এখানে নাট সিটকানোর কিছু নেই এভেবে যে, আগের ম্যাচে যে দল সাড়ে তিনশোর বেশি রান করে পাকিস্তানীদলকে গুড়িয়ে দিয়েছিল, সেই দলই কিনা এক রাতের ব্যবধানে পরের ম্যাচে করল ২১৩ রান! সকলের জানা উচিৎ, আজকের ম্যাচের পিচ ব্যাটারদের সহায়ক ছিল না। তবু বুমরা ও সিরাজের ওপেনিং জুটি অল্প হলেও শ্রীলঙ্কাকে চাপে রেখেছিল। আর ভারতের জন্য বলতে গেলে ত্রাস হয়ে ওঠে দুনিথ ওয়েলালাগে। পরে তিনি ব্যাট হাতেও ৪২ রানে অপরাজিত থাকলেন।
তবে শেষ ওভারে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ করেন কুলদীপ যাদব। হার্দিক পাণ্ডিয়াও চোখ ধাঁধানো বোলিং করেন। কুলদীপ পান ৪ উইকেট। এদিন এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারায় ভারত। কিন্তু ভারতের জয় বাংলাদেশের জন্য ভাল হল না। তাঁদের এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টআ বাজল। অবশ্য মাঝে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ নেহাতই নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল বাংলাদেশের কাছে। মাঝে দুটো দিনের বিশ্রাম ভারতীয় দলের। তারপরই বাংলাদেশের সঙ্গে ব্যাট ও বলের লড়াইয়ে মুখোমুখি হবেন রোহিতের দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচটি দল দু’টির কাছে সেমিফাইনাল ম্যাচ। এবার দেখার, ফাইনালে ভারত কোন দলের বিরুদ্ধে নামে, শ্রীলঙ্কা? না পাকিস্তান? তা অবশ্য শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচের পরেই নির্ধারণ হয়ে যাবে।
