



সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশ ও পাকিস্তান, মেঘের ভ্রূকুটি
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৩ -এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নক আউট পর্যায়ের এই ম্যাচটি এশিয়ার দুই শক্তিশালী দেশের কাছেই গুরুত্বপূর্ণ। লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি। নেপালকে হারিয়েছে পাকিস্তান, অন্যদিকে ভারত ও পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হওয়ায় ৩ পয়েন্ট তাঁদের ঘরে ঢোকে। ফলে গ্রুপ-A – এর শীর্ষে অবস্থান করছে দলটি। অন্যদিকে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করে নেয়। যদিও তাঁরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল। আবার ভারত পয়েন্টের দিক থেকে পাকিস্তানের থেকে এগিয়ে। কিন্তু এশিয়া কাপে দেরিতে ভারতের ম্যাচ পড়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গদ্দাফীর মাঠ ব্যাটিং সহায়ক। তবে বোলাররাও মাঝে সুবিধা পাবেন। শ্রীলঙ্কায় বৃষ্টির ভ্রূকুটি থাকলেও, পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভবনা নেই বলেই আবহাওয়া দফতর জানাচ্ছে। পরিষ্কার থাকবে লাহোরের আকাশ। তাপমাত্রা ঘোরাফের করতে পারে ২৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরেই।
