



পাকিস্তানের সামনে ২৬৬ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত
সাশ্রয় নিউজ ★ ক্যাণ্ডি : আজ এশিয়া কপের ভারত পাকিস্তান ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৬ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। এদিনের ম্যাচে হার্দিক পান্ডিয়ার ৮৭ ভারতকে স্বস্তিকর জায়গায় পৌঁছে দেয়। হার্দিক ও ঈশান বড় পার্টনারশিপ উপহার দেয় দলকে। তাঁরা ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন। ঈশান কিষাণের ব্যাট থেকে আসে ৮১ রান। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা করে দেয় পাকিস্তানের বোলাররা। শাহিন শাহ আফ্রিদির শিকার হন কোহলি ও রোহিত। মাত্র চার রানে সাজঘরে ফেরেন কোহলি। রোহিত ফেরেন ১১ রান করে। শুভমনকে কিছুটা ছন্দময় দেখা যায় ব্যাট হাতে। ক্রিজে শ্রয়স আইয়ারও বেশ ছন্দে ছিলেন। চার উইকেট পান পাকিস্তানের বোলার শাহিন, এছাড়াও নাসিম শাহ ৩ উইকেট ও হ্যারিস রউফ ৩ উইকেট পান।
