



ভারত ও পাকিস্তান ম্যাচে জায়গা হয়নি সামীর
সাশ্রয় নিউজ ★ পাল্লেকেল্লে : ভারত পাকিস্তান ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি মহম্মদ সামীর। সামীকে ছাড়াই রোহিতরা মাঠে নামেন এশিয়া কাপের প্রথম ম্যাচে। বাবর আজমলদের বিরুদ্ধে রোহিতদের বোলিং স্কোয়াডে দুই পেশার মহম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরা। পেসবোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও হার্দিক পাণ্ডিয়া। স্পিনার ও অলরাইন্ডার রবীন্দ্র জাডেজাও যেমন যেমন বোলিং সাইডে আছেন, তেমনি স্পিনার হিসেবে দলে আছেন কুলদীপ যাদব। সামীকে প্রথম একাদশে না খেলানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অন্যদিকে সামীর পরিবর্ত ক্রিকেটার হিসেবে প্রথম একাদশে শার্দুল ঠাকুর আসেন।
