



এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচে অভিষেক ঈশান কিষাণের
সাশ্রয় নিউজ ★পাল্লেকেলে : শনিবার ভারত ও পাকিস্তান ম্যাচে অভিষেক হল ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ-এর। দেশের হয়ে এশিয়া কাপে অভিষেক ম্যাচেই ক্রিকেট বিশ্বের নজর কাড়লেন ওই তরুণ উইকেট কিপার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ঈশান। এর পর, এশিয়া কাপে আজকের ভারত ও পাকিস্তান টান টান ম্যাচেও তাঁর হাফসেঞ্চুরি। দেখতে গেলে একদিনের ক্রিকেটে পরপর তাঁর চারটি এ হাফসেঞ্চুরি। তার ভেতর দিয়েই ঈশান রেকর্ডও ছুঁয়ে দিলেন। এর আগে ভারতীয় উইকেট কিপারদের ভেতর শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির এই রেকর্ড ছিল।
