



শনিবার বাইশ গজে নামছে ভারত-পাকিস্তান
সাশ্রয় নিউজ ★ পাল্লেকেলে : শনিবার বাইশ গজে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেটের বাইশ গজে এই দুই দলের ব্যাট বলের লড়াই দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের ভেতর উৎসাহ উদ্দীপনা লক্ষ্যণীয়। এশিয়া কাপে ইতিমধ্যেই পাকিস্তান জয় পায়। সেই নিরিখে শনিবার পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ হলেও ভারতীয় দলের ওই ম্যাচটি এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ। ক্রিকেটের ইতিহাস রেকর্ড ফিরে দেখলে পাল্লেকেলেতে ভারতের একদিনের ম্যাচের রেকর্ড আশাপ্রদ। পাকেল্লে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলে ভারত। তিনটি ম্যাচই নিজেদের দখলে রাখে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, ভারত তার ভেতর দু’টি ম্যাচে ভারতের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। উল্টো দিকে ওই স্টেডিয়ামে পাঁচটি ম্যাচ খেলে পাকিস্তান। কিন্তু তিনটি ম্যাচেই তাঁরা হেরে যায়। উল্লেখ্য, আগামীকাল বেলা ৩ টেতে (ভারতীয় সময়) খেলা শুরু হবে।
