Sasraya News

Wednesday, March 19, 2025

Leonel Messi : নতুন ক্লাবের জার্সিতে মেসি

Listen

নতুন ক্লাবের জার্সিতে মেসি

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : নতুন ক্লাবের জার্সিতে মেসি। সম্প্রতি মেসি ক্লাব বদল করে ইন্টার মায়ামি-তে যোগ দেন। তাঁর ক্লাব বদলের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের তাবৎ মেসি সমর্থকরা অপেক্ষায় ছিলেন মেসির পদক্ষেপের দিকে। মেসিকে বরণ করে নেয় ২২ হাজার দর্শক। তাঁদের উচ্ছ্বাস, আতসবাজির রোশনাই-ই প্রমাণ করে দেয় মেসিকে নিজেদের পছন্দের ক্লাবে পেয়ে তাঁরা কতটা খুশি। সেই বাঁধন ছেড়া খুশিতেই মেসি বরণ হল। মেসি সমর্থকের কথায়, ‘প্রিয় ফুটবলারের জার্সির রঙ বদলেছে, জার্সির নম্বর নয়।’ ইন্টার মায়ামি-এর ক্লাব কর্তারা মেসিকে তুলে দেন তাঁর ১০ নম্বর জার্সি। মাইক্রোফোন হাতে মেসি বলেন, ‘এখানে আসার পর থেকে যে আতিথেয়তা পাচ্ছি তার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন ক্লাবে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। মনে হচ্ছে যেন নিজের বাড়িতে আছি। অনুশীলন শুরু করার জন্য তর সইছে না। দলের হয়ে মাঠে নামতে চাইছি। এই ক্লাবের হয়ে জিততে চাই। এই ক্লাবকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment