Sasraya News

Wednesday, March 19, 2025

India vs WestIndies 1st Test : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চমক আশ্বিনের

Listen

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চমক আশ্বিনের

সাশ্রয় নিউজ ★ ডমিনিকা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে চমক আশ্বিনের। কিন্তু এই ক্রিকেটারকেই বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপে বসিয়ে রাখা হয় বলে টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকায় প্রথম টেস্টে রবিচন্দ্রন আশ্বিন প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন। আশ্বিনের প্রথম ইনিংসের এই পাঁচ উইকেট তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের বিশেষ জায়গায় পৌঁছে দেয় বলে উল্লেখ। এই নিয়ে আশ্বিন ৩৩ তম বার পাঁচ উইকেট নিলেন। এর ফলে ইংল্যান্ডের জেমস আন্ডারসনকে পেছনে ফেলে দিলেন আশ্বিন। আন্ডারসন-এর দখলে ৩২ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল। উল্লেখ্য যে, আইসিসি-এর বিচারে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার আশ্বিন। তিনি ওই ইনিংসে মাত্র ৬০ বল খরচ করে পাঁচ উইকেট নেন। তাঁর বোলিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ ভেঙে দেয় বলে মন্তব্য করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেবলমাত্র ৪৭ রানের একটা ইনিংস খেলেন অ্যাথানেজে। তাঁর ওই রানের দৌলতে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানের একটি স্কোর করে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment