Sasraya News

Wednesday, March 19, 2025

Jack Ma : নেপালে জ্যাক মা

Listen

নেপালে জ্যাক মা 

সাশ্রয় নিউজ ★ কাঠমান্ডু : বেশ কিছু দিন ধরেই তাঁকে খুঁজে না পাওয়ার খবর চাওর হয়। এমন কী শোনা যায়, আলিবাবা-এর মালিক শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। চীন সরকারের সঙ্গে ব্যাঙ্ক ঋণ বিষয়ে দূরত্ব বৃদ্ধি পায়। মিডিয়া থেকে অনেক দূরে চলে যান জ্যাক মা, এমনি খবর সূত্রের। কিন্তু মঙ্গলবার সকালবেলা হঠাৎই তাঁকে কাঠমান্ডু বিমান বন্দরে দেখে চমকে ওঠেন। জানা যায়, নেপালের বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সময় কাটাবেন জ্যাক মা। দেখা করতে পারেন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের সঙ্গেও। তবে হঠাৎ আলিবাবা-এর মালিকের নেপাল আগমনের সঠিক কারণ জানা যায়নি। 

-ফাইল চিত্র। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment