Sasraya News

Wednesday, March 19, 2025

Cricket : জুলাইয়ে রোহিতরা উড়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে

Listen

জুলাইয়ে রোহিতরা উড়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পরের মাসের ১৬ তারিখ ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ম্যাচ। আর তার আগেই রোহিতরা উড়ে যাবে ক্যারিবিয়ানদের দেশে। ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবে দু’টি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ আর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সূচি যথাক্রমে এই রকম : ডোমিনিকায় ১২-১৬ জুলাই প্রথম টেস্ট। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট ২০-২৪ জুলাই। ২৭ জুলাই থেকে শুরু হবে একদিনের ম্যাচ। পরবর্তী ম্যাচ ২৯ জুলাই এবং ১ আগস্ট। বার্বাডোজে ২৭ ও ২৯ তারিখের একদিনের ম্যাচ দু’টি। পরের একদিনের ম্যাচ ১ আগস্ট, ত্রিনিদাদে।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ৩ আগস্ট। ম্যাচটি হবে ত্রিনিদাদে। দ্বিতীয় ম্যাচ ৬ ও ৮ আগস্ট গায়ানায়। এবং বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও ক্যারিবিয়ানরা মুখোমুখি হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে। ম্যাচগুলি হবে ১২ আগস্ট ও ১৩ আগস্ট।

ক্রিকেটের দর্শকরা চেয়ে আছে ক্যারিবিয়ান সফরে গিয়ে ভারতীয় দল ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপে।অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারের স্মৃতি কতটা ঢাকতে পারে!

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment