Sasraya News

Wednesday, March 19, 2025

International News : নাইজেরিয়ায় নৌকাডুবিতে হত শতাধিক

Listen

নাইজেরিয়ায় নৌকাডুবিতে হত শতাধিক

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে নাইজেরিয়ায়। ঘটনায় হত শিশু সহ তিন জনের বলে এখন পর্যন্ত খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নৌকাডুবির ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। পরে পুলিশ এসে হাত লাগান। দেশটির পুলিশ জানায়, বিয়ে বাড়ি থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল নৌকাটি। প্রাথমিক অনুমান, অতিরিক্তভারের দরুনই বিপর্যয়ের কবলে পড়ে বরযাত্রী বোঝাই নৌকাটি। বহু দেহ উদ্ধার হলেও অনেক দেহের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানান, “কাঠের নৌকাটি প্রতিবেশী নাইজার রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান থেকে আমন্ত্রিতদের একটি নদী পার হয়ে কোয়ারা রাজ্যে নিয়ে যাচ্ছিল।” পুলিশ জানায়,  “নৌকাটি অতিরিক্ত বোঝাই ছিল এবং নৌকোয় প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। নদীর মাঝে নৌকোটি জলের ভিতরে থাকা একটি বড় গাছের গুঁড়িতে আঘাত করে, তারপর ভেঙে টুকরো হয়ে যায়।” পুলিশ আরও জানায়, দেশটির স্থানীয় মতানুসারে, মঙ্গলবার সন্ধেবেলা নদীর তীরে কবরস্থ করা হয়। এবং বাকি দেহের খোঁজে তল্লাশী চালাচ্ছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার গভর্নর।

ছবি: প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment