



জয়ের গোল সুনীলের পা থেকে, উৎসর্গ স্ত্রীকে
সাশ্রয় নিউজ ★ ভুবনেশ্বর : বল পা’য়ে থাকলে সুনীল যে অন্য মেজাজে চলে যান, তা আরেকবার প্রমাণ করলেন। ৩৮ বছর বয়সী সুনীল তাঁর ফুটবল কেরিয়ারের ৮৬ টি গোল সম্পন্ন করলেন। এদিন ছিল তাঁর ১৩৫ তম আন্তর্জাতিক ম্যাচ। ওই গোলের মাধ্যমে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ভানুয়াতুকে ১-০ গোলে হারিয়ে দেশকে ফাইনালে তোলেন। সুনীল গোলটি উৎসর্গ করেন তাঁর সন্তান সম্ভবা স্ত্রীকে। উল্লেখ্য ম্যাচটি ৮১ মিনিটের আগে পর্যন্ত গোলশূন্য ছিল। ঠিক ৮১ মিনিটের মাথায় ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার গোল করে দেশকে ফাইনালে তুললেন। বৃহস্পতিবার লেবাননের বিরুদ্ধে খেলবে ভারত। ওইটিই রবিন লিগের শেষ ম্যাচ।
