Sasraya News

Wednesday, March 19, 2025

Italy : ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসান

Listen

ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসান

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : জীবনাবসান হয়েছে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সিলভিও তিনবার দেশটির প্রধানমন্ত্রী হন। ক্রমান্বয়ে ১৯৯৪-১৯৯৫, ২০০১-২০০৬, ২০০৮-২০১১ সাল পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি মিডিয়া টাইকুন নামে বেশি পরিচিত ছিলেন। সিলভিও ১৯৮৬-২০১৭ সাল পর্যন্ত প্রখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের মালিক ছিলেন। তাঁর ব্যক্তিজীবনে বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় বহু আলোচনা হয়। এ বছর এপ্রিলে প্রকাশিত রিপোর্টে জানানো হয়, তাঁর সম্পত্তির পরিমাণ ৭ বিলিয়ন। উল্লেখ্য, সিলিভিও বার্লুসকোনি একদা দেশটির ৫ জন ধনীর তালিকায় স্থান করে নেন। 

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment