



ভারতের পেসাররা মরিয়া ফাইনালে
সাশ্রয় নিউজ ★ লন্ডন : বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপ-২০২৩ ফাইনাল খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। আজকে দ্বিতীয় দিনের খেলা। কেনিংটন ওভালে চলা ফাইনাল ম্যাচে স্টভিস হেডকে প্যাভিলিয়নের পথ দেখান মহম্মদ সিরাজ। ১৬৩ রানে ফেরেন স্টভিস হেড। স্মিথ ও স্টভিস ২৮৫ রানের পার্টনারশিপ গড়ে দিয়ে দলকে মজবুত জায়গায় তুলে দেন। স্মিথ তাঁর ৩১ তম সেঞ্চুরিও করেন। শার্দুল ঠাকুর বোল্ড করেন স্মিথকে। মহম্মদ সামির বলে আউট হন ক্যামেরন গ্রিন। অক্ষর প্যাটেল রান আউট করেন মিচেল স্টর্ককে।
