



টাইটানিকের অভিনেতার নতুন বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত!
সাশ্রয় নিউজ ★ লস অ্যাঞ্জেলস : এমনিতেই তাঁর বন্ধু ভাগ্য ভালো বলেই ইন্ডাস্ট্রিতে খবর চাউর হয়ে আছে। এও খবর তাঁর এক বান্ধবীতে মন টেকে না বেশি দিন। এই নিয়েও বেশ চর্চায় থাকেন টাইটানিকখ্যাত নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিয়। এর আগে জিজি দাদিদ নামে এক মডেলের সঙ্গে তাঁর নাম জড়ায়। তাঁদের প্রেম অনেক গভীর পর্যন্তও নাকি পৌঁছে ছিল বলে উল্লেখ। তবে হঠাৎ কী হল! তবে অনেকেরই বক্তব্য, প্রেম আসলে কী তা-ই ঠিক করে উঠতে পারছেন না লিওনার্দো। তাই এক নয় একাধিক নারীতেও তাঁর মন বসে না। সম্প্রতি, তাঁর নাম এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেলের সঙ্গে হৈচৈ ফেলে দেয়। তাঁর নাম নীলম গিল। এখন ২৮ বছরের নীলমের সঙ্গে নাকি ডেট করছেন ৪৮ এর লিও! সম্প্রতি লিও নীমমের সঙ্গে তাঁর মা-কে দেখা যায়। প্রেমিকার সঙ্গে মায়ের আলাপপর্বও নাকি ছিল জমকালো!
