



কানাডায় দাবানল, ঘরছাড়া বহু মানুষ
সাশ্রয় নিউজ ★ অটোয়া : কানাডার নোভা স্কোটিয়া প্রদেশ ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত মানুষজন। প্রাণ নিয়ে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে গিয়েছেন দলে দলে অধিবাসীরা। এখন পর্যন্ত পাওয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষজন ঘরবাড়ি, বিষয়-আশয় সমস্ত কিছু ফেলে চলে গিয়েছেন। হ্যালিফেক্স প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে বলে জানা যায়। পঁচিশ হাজার একরেরও বেশি এলাকা জুড়ে দাবনল ছড়িয়ে পড়েছে। আগুনের গ্রাসে চলে গিয়েছে ২৫০টিরও বেশি ভবন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকলকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন আগুন বাগে আনতে।
