



সামরিক আদালতে বিচার ইমরানের : রানা সানাউল্লাহ
সাশ্রয় নিউজ ★ ইসলামাবাদ : সামরিক আদলতে হবে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার। জানান রানা সানাউল্লাহ। মে মাসের শুরুর দিকে ইমরানকে গ্রেফতার করে দেশটির সরকার। তারপর ইমরানের সমর্থকরা দেশজুড়ে আন্দোলন শুরু করে।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মতে তার ফলে পাকিস্তান জড়ে হিংসার বাতাবরণ ছড়িয়ে পড়ে। তাঁর অভিযোগ, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত ৯ মে গ্রেফতারের আগে ব্যক্তিগতভাবে সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন ‘ বলে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ। ওই হিংসায় ৮ জন নিহত ও ২৯০ জন আহত হন। ২০০০ জন বিক্ষোভকারীকে সরকার হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে বলে উল্লেখ। তবে ইমরান খান-এর সামরিক আদালতে বিচার প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্য, ‘এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’
-ফাইল চিত্র
