



ইণ্ডাষ্ট্রিয়ালিস্ট এসপি হিন্দুজা প্রয়াত
সাশ্রয় নিউজ ★ লন্ডন : প্রয়াত হলেন এসপি হিন্দুজা (SP Hinduja)। মৃত্যুকালে এই ভারতীয় লন্ডনে বসবাসকারী ইণ্ডাষ্ট্রিয়ালিস্টের বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে সূত্রের খবর। বেশ ক’য়েক দিন ধরেই ভর্তি ছিলেন লন্ডনের একটি হাসপাতালে। বুধবার তিনি প্রয়াত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ। এসপি হিন্দুজারা চার ভাইয়ের ভেতর তিনিই বড় ছিলেন। তিনি আমৃত্যু হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি ভারতে জন্মগ্রহণ করলেও থাকতেন লন্ডনে।
-ফাইল চিত্র
