Sasraya News

Wednesday, March 19, 2025

Cannes 2023: গলায় টিকটিকি ঝুলিয়ে কী করছেন অভিনেত্রী ঊর্বশী!

Listen

গলায় টিকটিকি ঝুলিয়ে কী করছেন অভিনেত্রী ঊর্বশী!

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনোদন দুনিয়ায় অনেক কলাকুশলীদের বিভিন্ন লুকে দেখা গিয়েছে বিভিন্ন সময়। এটা নতুন কিছু নয়। ১৬ মে শুরু হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল।

 

কান-এর মঞ্চে ভিন্ন রূপে দেখা মিলল অভিনেত্রী ঊর্বশী রাইতেলাকে। রেড কার্পেটে তাঁর গলায় টিকটিকি দেখে নেটাগরিকরা অবাক হলেও, জানা যায় ওটা আসলে গয়না।

কান ফিল্ম ফেস্টিভ্যাল-এর রেড কার্পেটে নজর কাড়লেন ঊর্বশী। ছবি : ইন্সটাগ্রাম

 

তাঁর কানের গয়নাও ওই টিকটিকিই। যাইহোক, তা কিন্তু সকলের নজর কাড়ে। তেমনই নজর কাড়া গোলাপি গাউনে রেড কার্পেট কাঁপালেন ঊর্বশী। কান ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment