Sasraya News

Wednesday, March 19, 2025

ICC : ক্রিকেটে ICC কী কী বদল নিয়ে আসলো?

Listen

ক্রিকেটে ICC কী কী বদল নিয়ে আসলো?

সাশ্রয় নিউজ ★ দুবাই : এই মুহূর্তে ভারতবর্ষ IPL জ্বরে কাঁপছে। আইপিএল-এ খেলছেন বিশ্বের বিভিন্ন দেশের তাবড় ক্রিকেটাররা। তারই মাঝে আইসিসি-এর ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নেতৃত্বাধীন কমিটির আবেদনে বাধ্যতামূলক হল তিনটি নিয়ম। ফার্স্ট বোলারদের মোকাবিলা করার সময় ক্রিজের ব্যাটসম্যান, উইকেট কিপার, ও উইকেটের কাছের ফিল্ডার। বললে যাচ্ছে সফট সিগনাল নিয়মও। ফ্রী-হিটের বল উইকেট ছুঁলে ব্যাটার রান নিলেও তা অতিরিক্ত হিসেবে গণ্য হবে না। রান ব্যাটারের খাতাতেই যোগ হবে। একেবারেই উঠে যাচ্ছে আনফিল্ড আম্পায়ারদের সফট সিগনাল সিদ্ধান্তও। আগামী ১ জুন থেকে ক্রিকেটে এই নতুন নিয়ম লাগু হবে। ইংল্যান্ডের দ্য ওভালে ৭ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপ ফাইনাল। নতুন নিয়মেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপে মুখোমুখি হবে ভারত। বিশ্ব ক্রিকেটের নিয়ামক ICC ক্রিকেটারদের সুরক্ষার কথা জোর দিয়ে ভেবেই হেলমেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment