Sasraya News

Wednesday, March 19, 2025

Elon Musk : ট্যুইটারের CEO পদ ছাড়ার ঘোষণা

Listen

ট্যুইটারের CEO পদ ছাড়ার ঘোষণা

সাশ্রয় নিউজ ★ সানফান্সিসকো : সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারের সিইও পদে ইলন মাস্ক আর থাকতে চাইছেন না। বৃহস্পতিবার একটি ট্যুইট বার্তায় মাস্ক, জানান, তিনি ‘ট্যুইটারের নতুন সিইও পেয়েছেন। আগামী ছয় সপ্তাহের ভেতরই তিনি দায়িত্ব নেবেন।’ তবে কে নতুন সিইও হচ্ছেন তা স্পষ্ট না করলেও সূত্রে খবর, লিন্ডা ইয়াকারিনো দায়িত্ব নিতে চলেছেন। লিন্ডা বর্তমানে এনবিসি ইউনিভার্সালের মিডিয়ার বিজ্ঞাপন বিভাগের চেয়ারম্যান। তবে মাস্ক বা এনবিসি কেউ-ই এখনও সে বিষয়ে মুখ খোলেননি। অবশ্য মাস্ক ট্যুইটারের সিইও পদ থেকে অব্যহতি নিলেও সংস্থার চিফ টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব সামলাবেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment