Sasraya News

Wednesday, March 19, 2025

Afghanistan earthquake : ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

Listen

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

সাশ্রয় নিউজ ★ কাবুল : চলতি মাসের ৩ তারিখের পরে ফের ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিম্পের তীব্রতা ছিল ৪.৩। এনসিএস মঙ্গলবারের ওই ভূমিকম্পের ব্যাপারে নিশ্চিত করে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনও খবর নেই। ফয়জাবাদ থেকে ১১৬ কিমি দক্ষিণ পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১২০ কিমি দূরে। মঙ্গলবার স্থানীয় সময় রাত্রি ২:৩২ মিনিটে ভূমিকম্পের তীব্রতা টের পান মানুষজন। সঙ্গে সঙ্গে তাঁরা ঘর ছেড়ে ফাঁকা স্থানে এসে উপস্থিত হন। এক মাসের মধ্যই দ্বিতীয়বার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত দেশটির বাসিন্দারা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment