Sasraya News

Wednesday, March 19, 2025

International news : দেশে ফিরতে চান থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

Listen

দেশে ফিরতে চান থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

সাশ্রয় নিউজ ★ ব্যাঙ্কক : সেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরে আসার জন্য আগ্রহী থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তিনি গত ১৭ বছর থেকে থাইল্যান্ডের বাইরে স্বেচ্ছা নির্বাসনে আছেন। থাকসিন দেশটির দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। জনকল্যাণমুখী কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে তিনি ভীষণ শ্রদ্ধার। তেমনি অভিজাত মানুষদের কাছে থাকসিন ঘৃণারও। তিনি ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হন। একটি ট্যুইট বার্তায় থাকসিন লেখেন, ‘আমি গত প্রায় ১৭ বছর ধরে পরিবার থেকে বাইরে আছি। বর্তমানে আমি একজন বৃদ্ধ মানুষ।’ তিনি আরও লেখেন, ‘আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ঢুকব।’ উল্লেখ্য, থাইসিন বিচার ব্যবস্থার সম্মুখীন হতেও প্রস্তুত বলে জানান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment