



নিউজিল্যান্ডে বন্যা পরিস্থিতি, চলছে ভারী বৃষ্টিও
সাশ্রয় নিউজ ★ ওয়েলিংটন : নিউজিল্যান্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে বন্যা শুরু হয়েছে অকল্যান্ডে। দেশটির প্রশাসনিক উদ্যোগে শুরু হয়েছে উদ্ধার কাজ। আটকে থাকা মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ করছেন দেশটির সেনাবাহিনী। এত বৃষ্টি যে, নিখোঁজ হয়ে গিয়েছেন মানুষও। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। বন্যায় ডুবে গিয়েছে বসবাসের বাড়িও। সাধারণ নাগরিকদের খুব জরুরি ছাড়া ঘরবাড়ি থেকে না বেরুনোর কথা জানিয়েছেন প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা প্লাবিত এলাকায় কাজ করছেন বলে উল্লেখ। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেশটির আবহাওয়া দফতরের।
ছবি : সংগৃহীত
