



ইমরান খানকে গ্রেফতার, বিক্ষোভ পাকিস্তানের বহু জায়গায়
সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আজকে গ্রেফতার করেছে পাক রেঞ্জার্স। তাঁর গ্রেফতারের প্রতিবাদে দেশের সর্বত্র বিক্ষোভ শুরু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইসলামাবাদ, লাহোর, করাচি সহ দেশটির সর্বত্র ইমরান খান-এর রাজনৈতিক দলে পিটিআই -এর সকর্থকরা তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। পাশাপাশি সংবাদ মাধ্যমে প্রকাশ, রাউয়ালপিণ্ডিতে পাকিস্তানি সেনার মেন দফতরে বিক্ষোভকারীরা প্রবেশ করেন। সমর্থক ও রেঞ্জার্সদের ভেতর সংঘর্ষও হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। উল্লেখ্য যে, ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশে জমি কেলেঙ্কারি মামলায় পাক রেঞ্জার্সরা তাঁকে গ্রেফতার করেছেন।
