



পেরুতে সোনার খনিতে আগুন
সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে সোনার খনিতে আগুন লেগে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আরেকুয়াপা এলাকায় আচমকা সোনার খনিতে আগুন লাগে। খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানায়, মৃত্যু হয় ২৭ জন খনি শ্রমিকের। উদ্ধার করা হয়, ১৭৫ জন শ্রমিককে। আগুন লাগার সময় খনি শ্রমিকরা ১০০ মিটার ভূ-গর্ভে কাজে মগ্ন ছিলেন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করছেন খনি সংস্থা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়, এটিই দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিগত ক’য়েক দশকের ভেতর বড় খনি দূর্ঘটনা। বিশ্বের মোট সোনা সরবরাহের প্রায় ৪ শতাংশ সোনা পেরু থেকে সরবারাহ হয়।
ছবি: সংগৃহীত
