Sasraya News

Wednesday, March 19, 2025

IPL 2023 : দুই ভাই দুই দলের ক্যাপ্টেন, IPL -এর ইতিহাসে প্রথম এ দৃশ্য

Listen

দুই ভাই দুই দলের ক্যাপ্টেন, IPL -এর ইতিহাসে প্রথম এ দৃশ্য

সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : আইপিএল ক্রিকেট শুরুর পর থেকে বহু সুন্দর মুহূর্ত উপহার পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আবার এই বছর আইপিএল নানান ঘটনার সাক্ষী। আজ ৭ মে, ২০২৩ রবিবার আইপিএল -এর ৫১ তম ম্যাচ। দুই ভাই দুই বিপক্ষ দলের ক্যাপ্টেন। শুনতে অবাক লাগলেও সত্যি। আর এটি সত্যি আজকের দিনেই। যা চিরদিন আইপিএল ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে। আজকেই আইপিএল-এ এটি প্রথম ঘটল। আজ গুজরাজ টাইটান্স ও লখনউ সুপার জাইন্স-এর খেলা। দুই বিপক্ষ দলের নেতৃত্ব দিচ্ছেন দুই ভাই, হার্দিক পাণ্ডিয়া ও কুণাল পাণ্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এই অভিনব ও ইতিহাসের সাক্ষী থাকল। লখনউ সুপার জাইন্সের ক্যাপ্টেন কুণাল পাণ্ডিয়া, অন্যদিকে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিক ও কুণাল দুই ভাই-ই সংবাদমাধ্যমকে জানান, আজকে আমাদের পরিবারে আনন্দ ও দুঃখের দিন। বাবা এই দিনটি দেখলে খুবই খুশি হতেন। গর্ব অনুভব করতেন। উল্লেখ্য যে, এর আগে হার্দিক ও কুণাল দুই ভাই মুম্বাই ইন্ডিয়ানস-এর হয়ে খেলেছেন। কিন্তু তাঁরা মুম্বাই থেকে ছিটকে যান যান দুই ভিন্ন ভিন্ন দলে। আইপিএল-এর পয়েন্টসের দিক থেকে উঁচুতে আছে গুজরাট। অন্যদিকে পয়েন্টসের বিচারে তৃতীয় স্থানে লখনউ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment