



বন্যা কবলিত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো
সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : বন্যা কবলিত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দুরাবস্থা সৃষ্টির খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। আফ্রিকান ওই দেশের সাউথ কিভুতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় বলে সংবাদ সূত্রে খবর। সাউথ কিভুর গভর্নর নিশ্চিত করেন, বন্যার কবলে এখনও পর্যন্ত ১৭৬ জনের প্রাণহানি হয়েছে। ভেসে গিয়েছে স্কুল, হাসপাতাল, ঘর-বাড়ি। বহু মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সরকারের বিবৃতিতে উল্লেখ, দেশটিতে ভারি বর্ষার কারণে নদীর জল উপচে যায়। উল্লেখ্য যে, ২০১৪ সালের পর এমন বন্যার মুখোমুখি ডি আর কঙ্গো। ওই বন্যাতেও অনেক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় দেশটি।
