



কলকাতা বন্দর থেকে মায়ানমার বন্দর পর্যন্ত পণ্যপরিবহনের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা বন্দর থেকে মায়ানমার বন্দর পর্যন্ত পণ্যপরিবহনের সূচনা হল। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে মায়ানমারের সিত্তওয়ে বন্দর পর্যন্ত পণ্যপরিবহন শুভ সূচনা করেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় বন্দর, জলপথ, নৌপরিবহন ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি পপণ্যবাহী জাহাজের পরীক্ষামূলকভাবে পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন। জলজাহাজটি আগামী ৯ মে মায়ানমারের রাখাইনের সিত্তওয়ে বন্দরে পৌঁছবে বলে জানা যায়।
