



আজ চন্দ্রগ্রহণ, ভিন্নরূপে দেখা যাবে চাঁদ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ চন্দ্রগ্রহণ। ভিন্ন রুপে সন্ধের আকাশে দেখা মিলবে চাঁদের। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গতানুগতিকভাবে মানুষ চাঁদকে যেভাবে দেখতে অভ্যস্ত গ্রহণের সময় চাঁদের সেই রূপের কিছুটা পরিবর্তন হয়। সুতরাং আকাশে আজ চাঁদের দেখা মিলবে কিছুটা ভিন্ন রূপেই।

আজ বুদ্ধপূর্ণিমা। বুদ্ধপূর্ণিমার রাতেই চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের বিভিন্ন শহর থেকে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ মিলবে সাধারণ মানুষের। টেলিস্কোপ ও দূরবীক্ষণ-এর মাধ্যমে দেখা মিলবে নয়ারূপের গ্রহণপবিদ্ধ চাঁদের।
জানা যায় যে, চন্দ্রগ্রহণ শুরু হবে আজ শুক্রবার রাত্রি ৮টা ৪৪ মিনিটে। গ্রহণ শেষ হবে ৬ মে, ২০২৩, রাত্রি ১টা ১ মিনিটে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, রাত্রি ১০ টা ৫২ মিনিট নাগাদ গ্রহণ অনেকটা স্পষ্ট দেখা মিলবে।
ছবি : সংগৃহীত
