



মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে উদ্ধার ৭টি মরদেহ
সাশ্রয় নিউজ ★ ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে উদ্ধার ৭টি মরদেহ। ১ জন যৌন অপরাধী, ২ জন শিশু সহ মোট ৭ জনের দেহ উদ্ধার হয়। ওকমুলজি কাউন্ট শেরিফ ওকলাহোমা শহরের একটি বাড়ি থেকে লাশগুলি উদ্ধার করে। এখনও দেহগুলি শনাক্ত করা যায়নি বলে উল্লেখ।
