Sasraya News

Wednesday, March 19, 2025

BSF : বন্ধন এক্সপ্রেস থেকে বিএসএফ উদ্ধার করল বহু জিনিসপত্র

Listen

বন্ধন এক্সপ্রেস থেকে বিএসএফ উদ্ধার করল বহু জিনিসপত্র

সাশ্রয় নিউজ ★ পেট্রাপোল : বন্ধন এক্সপ্রেস-এ বহু জিনিসপত্র এ দেশ থেকে পাচার হচ্ছে, এমন খবর ছিল বিএসএফ -এর কাছে। সেই খবর মতো বিএসএফ অনুসন্ধান দল বানান। রবিবার কলকাতা স্টেশন থেকে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল-এ ট্রেনটি পৌঁছতেই বিএসএফ ট্রেনটিকে দাঁড় করান। অনুসন্ধান চালান অনুসন্ধান দলের বিএসএফ সদস্যরা। একটি কম্পার্টমেন্ট থেকে দলটি উদ্ধার করেন ওষুধ, প্রশাসন সামগ্রী, তামাক, আতসবাজি প্রভৃতি। তবে কে বা কারা এই সব জিনিস পাচার করছিল হদিস মেলেনি বলে বিএসএফ সূত্রে খবর। উল্লেখ্য বন্ধন এক্সপ্রেস ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে পেট্রাপোল হয়ে বাংলাদেশের খুলনায় যায়। বিএসএফ পাচারের হাত থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছেন বলে উল্লেখ। আরও উল্লেখ, উদ্ধার হওয়া জিনিসপত্রের বাজার মূল্য আনুমানিক ৬৮ লক্ষ ৪৫ হাজার টাকা প্রায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment