Sasraya News

Wednesday, March 19, 2025

Operation Kaberi : ১৮৬ জন ভারতীয় নাগরিক ফিরলেন জেদ্দা থেকে

Listen

১৮৬ জন ভারতীয় নাগরিক ফিরলেন জেদ্দা থেকে 

সাশ্রয় নিউজ ★ কোচী : এর আগে ২৩০০ জন সুদান থেকে ভারতে ফেরেন। গত শনিবারও অপারেশন কাভেরি  (Operation Kaberi) -এর মাধ্যমে দিল্লি ফিরে আসেন ৩৬৫ জন। অপারেশন কাভেরির মাধ্যমে সুদানে উত্তপ্ত পরিস্থিতির ভেতর আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়। উল্লেখ্য, আজ সোমবার জেদ্দা থেকে ১৮৬ জন ভারতীয় কোচীতে ফিরলেন।

সেনাপক্ষের সঙ্গে সংঘর্ষ বন্ধ হওয়ার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না বলে উল্লেখ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। প্রতিনিয়ত অস্থির ও উৎকণ্ঠায় দিনাদিতাত করছেন দেশটির নাগরিকরা। সেনার সঙ্গে দফায় দফায় মিটিং চললেও কোনও সুরাহা সুত্র মেলেনি বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।

ছবি ঋণ: ANI, ট্যুইটার 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment