Sasraya News

Friday, March 14, 2025

Life style : ত্বকের তৈলাক্তভাব কাটাতে ওটস প্যাক

Listen

ত্বকের তৈলাক্তভাব কাটাতে ওটস প্যাক

সাশ্রয় নিউজ ★ লাইফ স্টাইল ডেস্ক : অয়েলি স্ক্রিন নিয়ে অনেকেই অতিষ্ঠ হয়ে ওঠেন। ছোটেন ডাক্তারের কাছে। কখনও বিউটি পার্লার-এ। কখনও বা বিজ্ঞাপনের ঝলকে আলোকিত হয়ে দৌঁড়ন হাতের কাছের দোকান-পাটে। তবু সমস্যার কিন্তু সুরাহা হয় না।

 

ওটস ইদানীং বেশি করে ডায়েট লিস্টে রাখেন স্বাস্থ্য সচেতন অনেকেই। স্বাস্থ্যের জন্যও ভালো, রান্নার সময়ও বাঁচে। কিন্তু ওটস যে ত্বকের জন্য অনেক উপকারী, তা কী জানেন?

অয়েলি ত্বকের জন্য ওটস প্যাক ত্বকের তৈলাক্তভাব শুষে নেয়। ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও ত্বককে রক্ষা করে।

কীভাবে বানাবেন ওটস প্যাক? 

খুবই সহজ উপায়। প্রথমে কিছু পরিমাণ ওটস গুঁড়ো করে নিতে হবে। একটি পাত্রে এক-দেড় টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন, তাতে গুঁড়ো করে রাখা ওটস পাউডার ১ চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে। ১০-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। অয়েলিভাব যেমন দূর হবে, তেমনি জেল্লাদার ত্বক আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

-প্রতীকী ছবি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment