Sasraya News

Wednesday, March 19, 2025

Soudi Arabia : সৌদি সামরিক বাহিনীতে নিয়োগ নারীদের

Listen

সৌদি সামরিক বাহিনীতে নিয়োগ নারীদের

সাশ্রয় নিউজ ★ রিয়াধ : সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নারীরাও আবেদন করতে পারবেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে উল্লেখ। সেদেশের সামরিক বাহিনীতে কেবল মাত্র পুরুষদের নিয়োগ করা হত! কিন্তু সেই ব্যবস্থায় রদবদল নিয়ে আসে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক। এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়, উচ্চ বিদ্যালয়ের ডিপ্লোমা, স্নাতক স্তরের ডিগ্রি ও ডিপ্লোমা থাকলে সেদেশের নারীরাও সামরিক বাহিনীতে আবেদন করতে পারবেন বলে উল্লেখ।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment