



পাটনায় ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৩
সাশ্রয় নিউজ ★ পাটনা : বুধবার ভোরে কেঁপে বিহারের অররিয়া। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৩। এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ভূমিকম্পের কেন্দ্রস্থল সম্পর্কে জানা যায়, এবারেও উৎসস্থল সেই নেপাল। নেপালের গোরখা ডেলার বালুওয়ালায় ভূমিকম্প অনুভূত হয়। তীব্রতা ছিল ৪.১।
