Sasraya News

Murshidabad : বোমা ফেটে গুরুতর আহত যুবক 

Listen

বোমা ফেটে গুরুতর আহত যুবক 

সাশ্রয় নিউজ : রাতের অন্ধকারে বোমা ফেটে আহত হয়েছেন সানারুল সেখ নামে একজন বছর ২২-এর যুবক। আহত যুবককে উদ্ধার করে পুলিশ। তারপর তাঁকে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আআশঙ্কাজনক অবস্থায়। কিন্তু অবস্থা আরও খারাপ হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রান্সফার করেন চিকিৎসকরা বলে সুত্রের খবর। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত্রে, ইসলামপুর-এর নলবাটরাতে। ঘটনার একটু আগে তার মোবাইল ফোনে ফোন কল আসে। তীব্র মাইকের শব্দ বাঁচানোর জন্য একটু তফাতে কথা বলতে যান যুবক। হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে জায়গাটি। বোমার ধোঁয়ায় ভরে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তাঁকে। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ঘটনার সবিস্তারে তদন্তে নেমেছে পুলিশ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read